২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৫২:০২ পূর্বাহ্ন
টস হেরেছে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৩
টস হেরেছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সাকিবের পক্ষে যায়নি।

সাগরিকায় একটু পরেই মাঠে নামছে দুদল। টসে হারলেও সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশরা।

ওয়ানডে সিরিজ ২-০ তে নিশ্চিত করায় সংক্ষিপ্ত ফরম্যাটেও আধিপত্য ধরে রাখতে চাইবে সাকিব বাহিনী। এছাড়া দেশের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। 

তবে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড শক্তিশালী দল। যদিও শক্তির বিচারে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। দুই দলের লড়াইয়েও এগিয়ে স্বাগতিক দল। এখন পর্যন্ত পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি।  

দুই দলের হওয়া সর্বশেষ সিরিজটিতেও জয় ছিল বাংলাদেশের। সেবার বাংলাদেশের কাছে আইরিশ দল ধবলধোলাই হয়েছিল। 

শেয়ার করুন