রাজধানীর মিরপুরে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে পুলিশে ফোন করেছে আট বছরের নামের এক শিশু। শুক্রবার বিকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে এই অভিযোগ করে সে। অভিযোগ পেয়ে শিশুটির মাকে আটক করেছে পুলিশ।
অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার অভিযোগ, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।
শিশুটি জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোনো বিপদে পরলে ৯৯৯-এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯-এ ফোন করে। ৯৯৯ থেকে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শিশুটির পরিবারের সবাইকে ডাকা হয়েছে। সবকিছু বুঝে আইনগতভাবে আগাচ্ছি।