০২ এপ্রিল ২০২৩, রবিবার, ০৯:০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি আরজু চারঘাটে মাদকের টাকার জন্য যুবককে অপহরণ, ভারতের মাদক কারবারিদের মহান স্বাধীনতা দিবস আজ রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখা হলো না ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২২
সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখা হলো না ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখা হলো না ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির

কথা ছিল দুয়েক দিনের মধ্যে ছুটিতে এসে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে দেখবেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোতে বিস্ফারণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মনিরুজ্জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের শামসুল হকের ছেলে। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে নার্সিং এডেনটেন্ট পদে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।

তিনি বলেন, সাত দিন আগে তার স্ত্রী কন্যাসন্তান জন্ম দিয়েছেন, নিজের নবজাতক কন্যাকে দেখতে ছুটি নিয়ে দুয়েক দিনের মধ্যে তার বাড়িতে আসার কথা ছিল, ছুটি নিয়ে বাড়ি আসা হয়নি, চির ছুটিতে চলে গেলেন মনির।

নিহত মনিরের মামা মীর হোসেন বলেন, শনিবার রাতে খবর পেয়েছি মনির আগুন নিভাতে গিয়ে দগ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি মনির মারা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সকালে খবর পেয়েছি মনির মারা গেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব করবো।

শেয়ার করুন