১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
পবায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২২
পবায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা

রাজশাহীর পবায় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতাদের সাথে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার নওহাটা পৌরসভা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, দি হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, আঞ্চলিক পরিচালনাকারী আলামিন মিয়া।

আলোচনা সভায় কোভিড-১৯ প্রতিরোধ এবং করোনার প্রতিষেধক তৃতীয় পর্যায়ের বুষ্টার টিকা সকলকে গ্রহণে উদ্বুদ্ধকরণ করা হয়।

উপস্থিত স্থানীয় পর্যায়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা প্রধান, ধর্মীয় নেতা এবং উপস্থিত সমাজের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নিজ নিজ অবস্থান থেকে সকল কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা এবং মতামত নেওয়া হয়।

সকলকে বুষ্টার ডোজ নেওয়ার জন্য বিশেষ জনসচেতনতায় গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন