২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৬:০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রাত পোহালেই মরহুম আব্দুল জলিলের স্মরণ সভা
নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৩
রাত পোহালেই মরহুম আব্দুল  জলিলের স্মরণ সভা রাত পোহালেই মরহুম আব্দুল জলিলের স্মরণ সভা

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী, আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের স্মরণ সভার আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগ।  উক্ত সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ এর সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ এর সাংসদ ব্যরিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সকল সদস্যসহ ১১ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আব্দুল জলিলের এই স্মরণ সভায় অংশ নিতে নওগাঁ যাবার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৪ জুন নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। ওই স্মরণ সভাকে জনসভায় রুপ দিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় । পাশাপাশি জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্মরণ সভায় যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। জানাযায়, ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও আশপাশের জেলার  হেভিওয়েট নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নেত্বৃৃন্দ। নওগাঁয় আব্দুল জলিলের স্মরণ সভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী, আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের স্মরণ সভার আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগ।  উক্ত সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।  এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ এর সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ এর সাংসদ ব্যরিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সকল সদস্যসহ ১১ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আব্দুল জলিলের এই স্মরণ সভায় অংশ নিতে নওগাঁ যাবার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৪ জুন নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এই সভা অনুষ্ঠিত হবে।
 ওই স্মরণ সভাকে জনসভায় রুপ দিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় । পাশাপাশি জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্মরণ সভায় যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। জানাযায়, ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও আশপাশের জেলার হেভিওয়েট নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নেত্বৃৃন্দ।

শেয়ার করুন