এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচ-ছয় জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আজ (সোমবার) বিকেল ৪টা ২০ মিনিটে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য। এতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তাদের মধ্যে থেকে পাঁচ থেকে ছয় জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে দুপুর এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।