২৬ জুলাই ২০২৫, শনিবার, ১২:২৭:০০ পূর্বাহ্ন
উত্তরায় বিমান দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৫
উত্তরায় বিমান দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিয়া (১৫)। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হলো। 


বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘আজ বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহিয়া আইসিইউতে মারা যায়। শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’ 


এর আগে গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুজনের মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে ৩১ হলো।


শেয়ার করুন