১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৪৪:৫৮ অপরাহ্ন
মক্কা-মদিনায় নামাজরত মুসল্লির সামনে দিয়ে যাওয়ার বিশেষ বিধান আছে কি?
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৫
মক্কা-মদিনায় নামাজরত মুসল্লির সামনে দিয়ে যাওয়ার বিশেষ বিধান আছে কি?

প্রশ্ন : আমরা জানি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহের কাজ। মক্কা-মদিনায় নামাজির সামনে দিয়ে অতিক্রম করার ব্যাপারে বিশেষ কোনো বিধান আছে?


—ফয়সাল, ঢাকা


উত্তর : মক্কা-মদিনায় নামাজির সামনে দিয়ে অতিক্রম করার বিধান অন্য মসজিদের মতোই। নামাজির সামনে দিয়ে সুতরা ছাড়া অতিক্রম করা জায়েজ নেই। শুধু মক্কার মসজিদে হারামে তাওয়াফকারীদের জন্য সুতরা ছাড়া নামাজির সামনে দিয়ে অতিক্রম করার সুযোগ আছে।


(আবু দাউদ, হাদিস : ২০১৬, রাদ্দুল মুহতার : ১/৬৩৫, আহসানুল ফতোয়া : ৩/৪১১)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা


শেয়ার করুন