১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪১:৫৪ পূর্বাহ্ন
রাজশাহীতে বইছে মাঝাড়ি তাপপ্রবাহ
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৪
রাজশাহীতে বইছে মাঝাড়ি তাপপ্রবাহ

রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এর আগের দিন সোমবার ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কিছুদিন ধরে রাজশাহীতে ৩৮ থেকে ৩৯ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বইছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া ।


রাজশাহী অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও দু এক ডিগ্রি কমতে পারে। তবে এ কয়েক দিনের মধ্যে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।


এর আগে তাপপ্রবাহ বাড়ার কারণে রাজশাহী আরও তিন বিভাগে এসব অঞ্চলে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর।


 


শেয়ার করুন