১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৩২:৪১ পূর্বাহ্ন
শাহমখদুম থানার উদ্যোগে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৫
শাহমখদুম থানার উদ্যোগে উঠান বৈঠক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর ভোগরোইলের খবিরের মোড় এলাকায় এই উঠান বৈঠক বসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ কমিশনার এসএম ফারুক হোসেন।

বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়াতে এ ধরনের উঠান বৈঠকের বিকল্প নেই। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক যত মজবুত হবে, ততই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।

এ সময় স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং তা সমাধানের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন