১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৮:২৮ পূর্বাহ্ন
রাজশাহীর নভোথিয়েটারের উদ্বোধন ও রামেবি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২৩
রাজশাহীর নভোথিয়েটারের উদ্বোধন ও রামেবি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনটি প্রাথমিক বিদ্যালয়েরও উদ্বোধন করেন তিনি। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই উদ্বোধনগুলো করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।


এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু নভোথিয়েটার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ০৩ টি প্রকল্পের অধীন নির্মিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আর.এম.ইউ) স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।


শেয়ার করুন