১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৯:৪২ পূর্বাহ্ন
মৌলভীবাজারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২১
মৌলভীবাজারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক ফটো ক্যাপশন

মৌলভীবাজারে করোনার নতুন ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর হার হু হু করে বাড়তে থাকার পর ‘মহামারি এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে' বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে। ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের সঙ্গে মৌলভীবাজার জেলার ১৪টি সীমান্ত ফাঁড়ি রয়েছে। এ কারণেই জেলাজুড়ে বিরাজ করছে ভ্যারিয়েন্ট আতঙ্ক।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। জেলার ১৪ সীমান্ত ফাঁড়ি বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন