রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অ্যাক্রিডিটেশন প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং তা প্রতিকারের উপায় বিষয়ক এক সেমিনার আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনারে মূল আলোচক ছিলেন আইকিউএসি -এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার।
সেমিনারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ছাড়াও সকল অনুষদের ডীন, পরিচালকগণ, বিভাগীয় প্রোগ্রাম সেলফ্ এ্যাসেসমেন্ট সেলের সদস্যবৃন্দ, সকল হলের প্রভোষ্ট, কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান, ভারপ্রাপ্ত প্রধান শরীরর্চ্চা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক, পরিবহন দপ্তরের প্রশাসক সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।