যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রুশ সেনারা গত ৪৮ ঘণ্টায় নতুন করে দোনবাস প্রদেশের ইজিয়াম শহরে হামলা করেছে। তারা ফের ইজিয়ামে ঢোকার চেষ্টা করছে।
ইজিয়াম থেকে রুশ সেনাদের সাময়িক সময়ের জন্য পিছু হটিয়ে দিতে সমর্থ হয়েছিল ইউক্রেনীয় সেনারা।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যপারে টুইটে বলেছে, তাদের লক্ষ্য হলো দোনবাসের গভীরে প্রবেশ করা এবং উত্তর দিক থেকে সেভেরোদোনেৎস্ককে অবরুদ্ধ করে ফেলা।
যুক্তরাজ্যের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপর হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি এখন ইজিয়ামে থাকা বেসামরিক লোকরা সেখান থেকে সরে না যান তাহলে সেখানে থাকা বেসামরিক লোক ও সেনাদের মধ্যে কোনো পার্থক্য দেখবে না রুশ সেনারা। সব জায়গায় হামলা চালাতে পারে তারা।
এদিকে দোনবাস প্রদেশের লুহানেস্ক অঞ্চলটি পুরোপুরি দখল করার দ্বারপ্রান্তে আছে রুশ সেনারা। তবে এজন্য তাদের সেভেরোদোনেৎস্ক শহরটি দখল করতে হবে। আর এ কারণে লুহানেস্কের ছোট শহর সেভেরোদোনেৎস্কে সর্বশক্তি প্রয়োগ করে সেটির দখল নিতে চাইছে রুশ সেনারা।