জাতীয় দলের ক্রিকেটার থাকা অবস্থায় গত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে লড়ে বড় জয় পেয়েছিলেন মাশরাফি মুর্তজা। এবার অবসরের আগেই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাব নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন সাকিব আল হাসান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিবই। ক্রিকেট ক্যারিয়ার শেষ না করেই রাজনীতিতে নাম লেখালেন তিনি। দেশের ক্রিকেটের দুই মহাতারকার নির্বাচন নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে তুমুল আলোচনা। রোববার গুলশানে ভোট দিয়ে ফেরার পথে সাকিব ও মাশরাফিকে নিয়ে আশাবাদের কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সাকিব ভালো করবে। সে অবশ্যই জয়ী হবে, সে অনেক জনপ্রিয়। সে শুধু মাগুরার তারকাই নয়, বাংলাদেশের তারকা। মাগুরার ছেলে সে, সেখান থেকে বিজয়ী হয়েই আসবে।’ জালাল ইউনুস জানান, নাগরিক হিসাবে প্রত্যেকের ভোট দেওয়া উচিত। তিনি বলেন, ‘প্রতিটা নাগরিকের দায়িত্ব ভোট দেওয়া। এটা আমাদের অধিকার এবং এটা জাতীয় দায়িত্ব। আমি সেই জাতীয় দায়িত্ব পালন করেছি। ভোট দেওয়া দরকার সেজন্য এসেছি।’