০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:২২:৪১ অপরাহ্ন
শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা, একাদশে সুযোগ পেতে পারেন যারা
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা, একাদশে সুযোগ পেতে পারেন যারা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে যেন সব কিছুই প্রত্যাশিত! মুগ্ধতা জাগানো সন্ধ্যার রক্তিম আকাশ যেমন, ঠিক তেমন প্রতিদিন নিয়ম করে রাতের তুমুল বৃষ্টি আর দিনে ভাদ্রের কাঠফাটা রোদ এখনকার নিয়মিত দৃশ্য হয়ে গেছে। এর সঙ্গে আরেকটি বিষয় যোগ না করলেই নয়, গ্যালারিভর্তি দর্শকের সামনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের জয়। তবে বিপত্তি বেধেছে জয়ের ধরন নিয়ে। শক্তিমত্তায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কেন রান তাড়া করার রক্ষণাত্মক পথ বেছে নিতে হবে? যেখানে টপ অর্ডার ছাড়া আর কোনো ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটুকুও পাচ্ছেন না।


প্রশ্ন আছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই। দ্বিতীয় ম্যাচ শেষে ওপেনার তানজিদ হাসান সেই উত্তর দিতে পারেননি। এসব আলোচনার মধ্যে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে স্বাগতিকরা। এই ম্যাচকে টিম ম্যানেজমেন্ট পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ বানাবে বলে জানা গেলেও জয়ের সঙ্গে আপস করবে না।


 গতকাল এমনই সিদ্ধান্ত হয়েছে দলীয় বৈঠকে।

আজ শেষ ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনতে পারে স্বাগতিকরা। সে ক্ষেত্রে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাতে মোহাম্মদ সাইফউদ্দিনের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।


ফিরতে পারেন আগের দুই ম্যাচে সুযোগ না পাওয়া মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান। কিন্তু কাদের পরিবর্তে একাদশে জায়গা নেবেন তাঁরা? আগের দুই ম্যাচে সফরকারীদের দেওয়া ছোট্ট লক্ষ্য তাড়ায় নিজেদের কোটার ৪০ ওভারের মধ্যে মাত্র ২৬.৪ ওভার ব্যাট করার সুযোগ পান ব্যাটাররা।

অবশ্য এই দুই ম্যাচে প্রথম সারির চার ব্যাটারই ঘুরেফিরে খেলেন। তাওহিদ হৃদয়, জাকের আলীরা ব্যাট-প্যাড নিয়ে প্রস্তুত থেকেও সাইড বেঞ্চে বসেই সময় কাটান। অর্থাৎ একাদশে থেকেও আসন্ন এশিয়া কাপে নিজেদের ঝালিয়ে নেওয়া হচ্ছে না তাঁদেরও।


তবুও যাঁরা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন, তাঁরা ধারাবাহিকতা দেখানোয় স্বস্তি প্রকাশ করেন ওপেনার তানজিদ, ‘দলের ভেতর স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। যে যেভাবে পারছে, সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। এ জিনিসটা ভালো। শুধু বোলিং ইউনিট নয়, ব্যাটিং ইউনিটেও সবার সঙ্গে সবার বোঝাপড়া ভালো এবং খেলাটা উপভোগ করছে।’

আগের দুই ম্যাচে পাওয়ার হিটিংয়ের প্রদর্শনীতে ৯টি ছক্কার সঙ্গে ২০টি চার মারেন সুযোগ পাওয়া ব্যাটাররা। আগের দুই ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল, তৃতীয় ম্যাচে সেই উইকেট পরিবর্তন হচ্ছে। মাঠকর্মীদের একজন বললেন, ‘এই ম্যাচ যে উইকেটে হবে, সেটি একদম সতেজ উইকেট। আশা করি আগের দুই ম্যাচের চেয়ে এখানে বেশি রান উঠবে।’


আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ দল এই ম্যাচে টস জিতলে ব্যাটারদের সুযোগ দিতে আগে ব্যাটিংয়ে নামবে বলেই জানা গেছে। তবে সব ছাপিয়ে দলীয় বৈঠকের আলোচনায় জয় দিয়ে শেষটা রাঙানোর কথাই বেশি ছিল বাংলাদেশ দলের মধ্যে।


শেয়ার করুন