১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৪১:২৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন, দেশের বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন।  

আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি।

এদিকে মঙ্গলবার নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর এটাই হবে সাংবাদিকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। এর আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন তবে বেশিরভাগ সাংবাদিক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সবাইকে করোনা টেস্ট করে স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে।

বরাবরের মতোই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করছে। 

শেয়ার করুন