০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০২:০৯:৪৬ অপরাহ্ন
রাজশাহীর জেলা ও দায়রা জজকে দেখতে হাসপাতালে জেলা প্রশাসক ও এসপি
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
রাজশাহীর জেলা ও দায়রা জজকে দেখতে হাসপাতালে জেলা প্রশাসক ও এসপি

রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান কে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে যান জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তাঁরা বুধবার (২২ জুন) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান নিউরোলজিস্ট সমস্যা আক্রান্ত এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে রেস্টে থাকতে হবে। তিনি মঙ্গলবার (২১ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান নিউরোলজিস্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে নগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১নং ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন