২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:১৪:০৫ অপরাহ্ন
রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হলেন রাসেল জামান
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৪
রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হলেন রাসেল জামান

এই নির্বাচনে কোন প্রতিদন্দি প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ওয়াহেদুন নবী সরকারীভাবে বিনা প্রতিদ্বন্দিতায় ১৩ সদস্য বিশিষ্ট জেলা ফুটবল এসোসিয়েশনের কমিটি নির্বাচিত হয়েছে বলে শনিবার (৯ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নির্বাচন কমিশন কার্যালয়ে বেলা ১২টায় সরকারীভাবে ফলাফল ঘোষনা করেন।


নির্বাচিত প্রতিনিধিরা হলেন, যথাক্রমে সভাপতি পদে রাসেল জামান, সহ-সভাপতি পদে মোঃ শামসুজ্জামান রতন ও মোঃ মামুনার রশীদ বাচ্চু, কোষাধ্যক্ষ পদে মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।


এছাড়াও নির্বাহী সদস্য পদে মোঃ রোকনুজ্জামান, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ সাইফুল ইসলাম কালু, মোঃ হযরত আলী বুলবুল, মোঃ মনিরুল ইসলাম শিপলু, মোঃ সোহাগ রহমান, মোঃ রাকিব হোসেন, মেহেদী হাসান ও মোঃ ফয়সাল রহমান রাসেল নির্বাচত হন।


ফলাফল ঘোষনার পরে নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মাজার জিয়ারত করেন।

শেয়ার করুন