দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভাস্থলে বৃষ্টিতে ভিজেও জড়ো হচ্ছেন মানুষ।
শনিবার সকাল ১০টায় বৃষ্টি শুরু হয়। এ সময় অনেককেই হাতে থাকা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে আবার ছোট ছাউনি, পাশে থাকা ছোট দোকানেও ঠাঁই নেন। তবে কিছু সময় পর বৃষ্টি থেমে যায়। এই গরমে একপশলা বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এসেছে জনসভায় আসা মানুষের জন্য।
এদিকে, এখনো লঞ্চে ও হেঁটে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সমাবেশে প্রবেশ করছেন।
কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের এই সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে নৌকা ও ট্রলারে করেও আসছে মানুষ। নারী-পুরুষ, বয়স নির্বিশেষে মানুষ ঘাটগুলোতে এসে নামছে।
শনিবার ভোর পৌনে ছয়টা থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টায় সভাস্থলে উপস্থিত হবেন।