১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৮:১৪ পূর্বাহ্ন
নগরীতে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার করলো পুলিশ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৪
নগরীতে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার করলো পুলিশ

রাজশাহী নগরী’র ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় থেকে ওই শিশুকে উদ্ধার করে । গতকাল রোববার ওই শিশু কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।


উদ্ধারকৃত শিশু বুদ্ধি প্রতিবন্ধী ফাইমা (১০)। সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া গ্রামের মো: ফারুকের মেয়ে।


নগর পুলিশ জানায়, ফাইমা রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় বসবাস করে। গতকাল রোববার (২৬ মে) বিকাল ৪ টায় ফাইমা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।


কাশিয়াডাঙ্গা থানার একটি টহল টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা রাতভর শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষ সকাল সাড়ে ৭ টায় এসআই মিজানুর রহমান ও তার টিম ফাইমাকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় হতে উদ্ধার করে।


শিশু ফাইমাকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন