১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৭:৩২ অপরাহ্ন
ময়মনসিংহে এক ঘণ্টাতেও পড়েনি একটি ভোট!
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
ময়মনসিংহে এক ঘণ্টাতেও পড়েনি একটি ভোট!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা ফাজিল মাদ্রাসার মহিলা ভোটকেন্দ্রের এক ঘণ্টায় মহিলা বুথে একটি ভোটও পড়েনি। বুধবার সকালে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম দেখা গেছে৷


৯টার দিকে সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘোষপালা ফাজিল মাদ্রাসার মহিলা ভোটকেন্দ্রের ৩টি বুথ রয়েছে। ঘোষপালা বুথে এক হাজার ৭১২ ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। অন্যদিকে দশালিয়া বুথে ৯৬ ভোটের মধ্যে ৩ ভোট পড়েছে। বারুইগ্রাম বুথে এক হাজার ৭২৪ ভোটের মধ্যে ৫ ভোট পড়েছে। মাদ্রাসার মাঠে ভোটারশূন্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন।


কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। মহিলা কেন্দ্রে তিন হাজার ৫৩২ ভোটার রয়েছে। এর মধ্যে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘোষপালা মহিলা বুথে একটিও ভোট পড়েনি।


শেয়ার করুন