১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৩:০৩:২৭ অপরাহ্ন
রাজশাহীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৪
রাজশাহীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর চরশ্যামপুর এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মতিহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতর নাম- ডিটল। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত হরজ হারুন আলীর ছেলে।


নগর পুলিশ জানায়, ডিটলের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।  গতকাল রোববার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,  ডিটল মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অবস্থান করছে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল রোববার রাত সাড়ে ৯ টায় অভিযান চালিয়ে ডিটলকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত ডিটলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন