১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪০:৩৯ অপরাহ্ন
রাবি প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করলেন রায়সুল
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৪
রাবি প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করলেন রায়সুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে এক শিক্ষক পদত্যাগ করেছেন। বুধবার সংগঠনটির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র পাঠান রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলাম। 

পদত্যাগপত্রে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথোরিটি ২০২৩-এ তিনি আইন অনুষদের অধিকর্তা ক্যাটাগরিতে স্বতন্ত্র নির্বাচন করেন। সে সময় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বিভিন্ন ইস্যুতে তার মতপার্থক্য সুস্পষ্ট হয়। সাম্প্রতিক কোটা আন্দোলনে সংগঠনটির ভূমিকা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপসহ অনুচিত হয়রানির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ভূমিকায় তিনি ক্ষুব্ধ ও আশাহত। এমতাবস্থায় তিনি সংগঠনটি থেকে তার সদস্যপদ স্বেচ্ছায় ও সজ্ঞানে বাতিলের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

শেয়ার করুন