১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৪১:৫১ অপরাহ্ন
সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে শেহবাজ শরীফের চিঠি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৪
সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে শেহবাজ শরীফের চিঠি

বাংলাদেশে বন্যা ও বৃষ্টিপাতের প্রভাবে ১৫ জন নিহত ও লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দেন।


সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শেহবাজ শরীফ বলেন, সমগ্র পাকিস্তানি জাতির সহানুভূতি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি রয়েছে।


তিনি বলেন, যেসব মানুষ তাদের স্বজন, ঘরবাড়ি ও কাজ হারিয়েছেন আমরা তাদের পাশে আছি।


প্রতিকূলতার মুখে বাংলাদেশিদের সাহসিকতা ও বীরত্বের কথা স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবে। তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।


পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, শত শত নদী দিয়ে বেষ্টিত ১৭ কোটি মানুষের বাংলাদেশ সাম্প্রতিক দশকগুলোতে ঘন ঘন বন্যার মুখোমুখি হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। সম্প্রতি দেশের ৬৪টি জেলার মধ্যে ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে।


শেয়ার করুন