বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার।
আজ রবিবার দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আধা ঘণ্টার বেশি সময় তিনি সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা যায়।
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
সৌজন্য সাক্ষাতে প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।