১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:৩৭:২০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু অঙ্কিত শাড়ি উপহার দিতে চান কলি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২২
প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু অঙ্কিত শাড়ি উপহার দিতে চান কলি

পুঁতি-সুতাসহ হাতের কারিশমায় শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতু। সেই শাড়িতে আছে লাইটিংও। এক মাসের কঠোর চেষ্টায় শাড়িতে পদ্মা সেতু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নেত্রকোনার মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ইসরাত কলি। বানানো হয়েছে পুঁতি দিয়ে একসেট গহনাও। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ উপহার দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

টিউশনির টাকা জমিয়ে প্রথমে বাজার থেকে একটি শাড়ি কেনেন নেত্রকোনার দুর্গাশ্রম গ্রামের ইসরাত কলি। তারপর একমাসের চেষ্টায় আসে সফলতা। তিন ছাত্রীকে নিয়ে দৈনিক ১৪-১৫ ঘণ্টা কাজ করেছেন তিনি। 

ইসরাত কলি যুগান্তরকে জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পদ্মা সেতু তৈরি করে উপহার দিয়েছেন। তাই তাকে এই শাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমার কষ্ট সার্থক হবে। 

কলি আরও জানান, তিনি আরও তৈরি করেছেন নেকলেস, তার সাথে ম্যাচিং দুই জোড়া চুরি। পুঁতি দিয়ে গহনাও বানিয়েছেন এই চারজন। ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগুলো উপহার হিসেবে দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

শেয়ার করুন