অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিল নিয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে আবু সাঈদ চত্বর ঘুরে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো— ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, এসব স্লোগান দেন।
সমাবেশে ফাহিম বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করায় এই সরকারকে সাধুবাদ জানাচ্ছি। তবে সংগঠন আওয়ামী লীগ গণহত্যাকারী সংগঠন। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এ ছাত্রলীগ ক্যাম্পাসের হলগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল।’
শামসুর রহমান সুমন বলেন, ‘ছাত্রলীগ যে নিপীড়ন সাধারণ জনগণের ওপর চালিয়েছে, তা গোটা দেশবাসী দেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার দাবিকে যুক্তিযুক্ত মনে করে যে কাজটি করেছে, তাকে সাধুবাদ জানাই।’
জাহিদ হাসান জয় বলেন, ‘ছাত্র-জনতা সবসময় সোচ্চার থাকবে। ছাত্রলীগের যারা ক্যাডার ছিল, তারা সন্ত্রাসী। তাদের পূনর্বাসন কোনোভাবেই সম্ভব নয়। এজন্য ছাত্রসমাজ সবসময় মাঠে আছে।’