তাসনিয়া ফারিণ একাধারে মডেল, কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। এই সময়ের আলোচিত গায়িকা এবং নায়িকা। ফারিণ চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও গানে নিজের দক্ষতা প্রমাণ করে পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার এবং হয়েছেন দর্শক নন্দিত। তাকে নিয়ে লিখেছেন শিশির রোয়েদাদ।
গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ফারিণ ও তৌসিফ মাহবুব অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘চক্র’। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিরিজটি। কারণ এটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিরিজের গল্পটি ছিল, ১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেছিল। দেশব্যাপী তোলপাড় করা সেই ঘটনার অনুপ্রেরণায় ‘চক্র’ নির্মিত হয়। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সম্প্রতি পরিচালক ভিকি জাহেদ ‘চক্র ২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। আগামী ২০২৫ সালের মার্চ- এপ্রিল মাসে দর্শকদের ‘চক্র ২’ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাত পর্বের সিরিজ হিসেবে আসবে এটি। সিজন ২ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত।
তাসনিয়া ফারিণ এ প্রসঙ্গে বলেন, ‘সিরিজটি দেখে দর্শক এরপর কী হবে তা দেখার আগ্রহ প্রকাশ করেছেন। দর্শক চাহিদার জন্যই সিজন ২ আসছে। এটা একেবারে অন্য রকম ধাঁচের একটা কাজ, যা সচরাচর করার সুযোগ হয় না। এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আশা করি ‘চক্র’র মতো ‘চক্র ২’ সবার ভালো লাগবে।’ তাসনিয়া ফারিণের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, নেটওয়ার্কের বাইরে, তিথির অসুখ, কারাগার, সিন্ডিকেট, নিঃশ্বাস, এক্স বয়ফ্রেন্ড, ফার্স্ট ইয়ার ডেম কেয়ার- টু, আমরা ফিরবো কবে, লাভ অ্যান্ড লস্ট, চলোনা হারাই ইত্যাদি।
২০১৭ সালে 'আমরা আবার ফিরবো কবে' নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় ফারিণের। এরপরে তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। তারপর টিভি নাটক ও ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করেন। ২০২২ সালে নির্মাতা অতনু ঘোষ পরিচালিত 'আরো এক পৃথিবী' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টালিউডে যাত্রা শুর হয় এই অভিনেত্রীর।