১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৬:৫৮:২৫ অপরাহ্ন
পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল, ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নং বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে (ক) ০১ টি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, (খ) ০১টি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, (গ) ০২টি পিস্তলের ম্যাগাজিন (ঘ) ২৫ রাউন্ড পিস্তলের গুলি, (ঙ) ০৫টি ক্লিনিং কিট ও (চ) ০১টি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।


জানা যায়, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় দেখা যায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিধি মোতাবেক উদ্ধারকৃত অস্ত্র-গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে। 


এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে। এর মধ্যে কয়েক ডজন হত্যা মামলা রয়েছে।


গতকাল আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


শেয়ার করুন