পর্তুগালে ভয়াবহ দাবানলে ২৯ জন আহত হয়েছেন। আগুন নেভাতে দেশজুড়ে তৎপর এখন তিন হাজারের বেশি ফায়ার ব্রিগেড কর্মী।
এছাড়া, রাসায়নিক ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করছে ৬০টি হেলিকপ্টার।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলে দগ্ধ হয়েছেন ২৯ জন। যাদের মাঝে, ১২ জনই ফায়ার ব্রিগেড সদস্য। অবশ্য, তাদের কারও অবস্থা গুরুতর নয়।
গেলো দুইদিনে দেশটির বনাঞ্চলে আরও আড়াইশো স্থানে ছোট-বড় দাবানল ছড়িয়ে পড়ায়, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয় সরকার।