১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৭:০৪:৫৩ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এক আইসক্রিম কারখানার শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। 


রোববার (২৯ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকার মেহেরাবাড়ি এলাকার লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। 


পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালুকার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো আইসক্রিম কারখানায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাদের অক্টোবর মাসের আংশিক বেতন, নভেম্বর মাসের বেতন ও রাত্রিকালীন বিশেষ ভাতা এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ জন্য আজ বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে তারা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। 


এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। 


বিক্ষোভরত শ্রমিকরা জানান, অক্টোবরের আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও কথা রাখেনি। এ জন্য বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন।


আইসক্রিম কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. তাহের গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের কিছু সমস্যার কারণে বেতন দিতে দেরি হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে।


ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।


শেয়ার করুন