১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৭:১৩:৩৭ অপরাহ্ন
গোলের রাজা রোনাল্ডো, ধারেকাছেও নেই নেইমার
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৫
গোলের রাজা রোনাল্ডো, ধারেকাছেও নেই নেইমার

বয়সের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে তার খেলার ধার। ৩০ পেরিয়ে যাওয়ার পর ৪৫৬ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুটে যাচ্ছেন রেকর্ড এক হাজার গোলের মাইলফলকের দিকে।


যেখানে সৌদি লিগের আরেক মহাতারকা নেইমার তার পুরো ক্যারিয়ারে করেছেন ৪৩৯ গোল। এ তালিকায় রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৮৫০টি।


গত পরশু রাতে আল খালিজের বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে অন্যরকম এক সেঞ্চুরি হাঁকালেন চিরসবুজ রোনাল্ডো। আল নাসরের জার্সিতে মাত্র ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখা হয়ে গেল ৩৯ বছর বয়সি পর্তুগিজ ফরোয়ার্ডের।


জোড়া গোলের প্রথমটিতে দারুণ এই মাইলফলক স্পর্শ করেন রোনাল্ডো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৩ গোল করার পাশাপাশি ১৮ গোল বানিয়ে দিয়েছেন রোনাল্ডো। তার ক্যারিয়ারে গোল হলো ৯১৯টি, হাজার গোলের মাইলফলক ছুঁতে দরকার আর ৮১ গোল।


ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের পাশাপাশি সবচেয়ে বেশি ৮৩০ জয়ের রেকর্ডও রোনাল্ডোর। এ মৌসুমে সৌদি লিগের পয়েন্ট টেবিলে আল নাসর তিনে থাকলেও ১৩ গোল নিয়ে রোনাল্ডোই টপ স্কোরার।


শেয়ার করুন