নতুন প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রীদের অন্যতম আইশা খান। ইউটিউবে চোখ রাখলে তার স্পষ্ট প্রমাণ মেলে। জুন-জুলাইয়ে অন্তত ১০টি নাটক ও একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে আইশার। তাঁঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
পর পর ১০ নাটক
‘বাকরখানির প্রেমকথা’, ‘লাভ সিগন্যাল’, ‘অনামিকা’, ‘আবেগ’, ‘ধড়িবাজ’, ‘কে কখন কোথায়’, ‘লাভ বাইট’, ‘শেষ পাতার গল্প’, ‘লাভ ইন দ্য ইয়ার’, ‘মায়াফুল’—গত দু-তিন মাসে ইউটিউবে এসেছে এই নাটকগুলো। আইশা অভিনীত এই নাটকগুলোর প্রতিটিই পেয়েছে দর্শকের ভালোবাসা। ভিউও হয়েছে অনেক। নাটকগুলোতে আইশার সঙ্গে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান ও পার্থ শেখ।
আইশা বলেন, ‘শুধু জোভান ভাই ও পার্থর সঙ্গে দুটি করে নাটকে অভিনয় করেছি। অন্যদের সঙ্গে একটি করে নাটক এসেছে ইউটিউবে। এই নাটকগুলো কিন্তু ঈদের পরের। ঈদেও আমার অনেক নাটক প্রচারিত হয়েছে।
সব মিলিয়ে বলতে পারেন দারুণ ব্যস্ততায় কেটেছে কয়েকটা মাস। একেকটা নাটকের জন্য চার থেকে সাত দিন শিডিউল দিয়েছিলাম।’
নাটকগুলোর নির্মাতাদের ধন্যবাদ দিতে চান আইশা। কারণ তাঁরা ভিন্ন ভিন্ন স্বাদের গল্পে আইশাকে নিয়েছেন। আইশা বলেন, ‘আমি কিন্তু নির্দিষ্ট কোনো অভিনেতার সঙ্গে জুটি বাঁধিনি।
ফলে সবার সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে। আগামী দিনে যে নাটকগুলোতে আমাকে দেখা যাবে সেগুলোতেও গল্প ও অভিনেতার ক্ষেত্রে ভিন্নতা থাকবে।’
কানাগলি সমাচার
৩ জুলাই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কানাগলি’। আহমেদ জিহাদের এই থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইশা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে বেশ চর্চাও হয়েছে অন্তর্জালে। আইশাও জানালেন, দারুণ সাড়া পেয়েছেন তিনি। বলেন, ‘শহরজুড়ে একের পর এক নারী হত্যা হয়। কে এই হত্যাকারী! এ নিয়েই গল্প। সিরিজটি মুক্তির পর সহকর্মীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ লেখালেখি হয়েছে। আজকাল ওটিটিতে একটু কম কাজ করছি। যেগুলো করছি, বেছে বেছে। প্রিয় কাজগুলোর একটি এই সিরিজ।’
হাতে নেননি নতুন চলচ্চিত্র
গত বছর পর পর দুটি ছবির শুটিং শুরু করেছিলেন ‘আহত ফুলের গল্প’ অভিনেত্রী। এর মধ্যে প্রসূণ রহমানের ‘শেকড়’-এর শুটিং শেষে সম্পাদনাও হয়েছে। খুব শিগগির ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোহেল আরমানের ‘সংবাদ’-এর প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের আগে। তবে বাকি অংশের শুটিং নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
আইশা বলেন, ‘পরের লট কবে শুটিং হবে তা প্রযোজকের ওপর নির্ভর করছে। আমি সোহেল আরমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন, ডেট লক হলে আমাকে জানাবেন। এই মুহূর্তে আর কোনো চলচ্চিত্র নিয়ে ভাবছি না। যদি ভালো গল্প ও চরিত্র পাই পরে দেখা যাবে।’
বিজ্ঞাপন থেকে দূরে
বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন আইশা। তবে ২০২১ সালের পর খুব বেশি বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। ইচ্ছা করেই এই অঙ্গন থেকে দূরে আছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘মাঝখানে এত বিজ্ঞাপন করেছি যে নিজেরই বিরক্ত লাগত। মনে হলো, দর্শক বিরক্ত হওয়ার আগেই আমার বিরতি নেওয়া উচিত। সেটাই করেছি। এখন নাটকে অভিনয় করছি নিয়মিত। যখন মনে হবে এটাও বেশি বেশি হচ্ছে, এখান থেকেও ছোট্ট বিরতি নেব।’