১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৮:৪০:২২ অপরাহ্ন
মাদককাণ্ডে জড়িত বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৫
মাদককাণ্ডে জড়িত বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী

মমতা কুলকার্নি বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি এক নতুন জীবন শুরু করেছেন। তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। শুক্রবার সন্ধ্যায় তার পট্টাভিষেক হবে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।


৯০ এর দশকে বলিউডের ‘বম্বশেল’ হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে ‘কোই যায়ে তো লে আয়ে’ গানের কোমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত। তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ ২৪ বছর তিনি দেশছাড়া ছিলেন।


মমতা বলেছিলেন, ‘২০০০ সাল থেকে আমি তপস্যা শুরু করেছি। আজ আমার ২৩ বছর পূর্ণ হল। ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি, বহু প্রশ্নের উত্তর পেয়েছি। অনেকে হয়তো হতাশ, কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব। কিন্তু মহাকাল ও মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হয় না, তাদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি।’


মহাকুম্ভে শুক্রবার যখন উপচে পড়া ভিড়, পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় এসে হাজির, তখন মমতা তাদের মধ্যেই এক নতুন পরিচয়ে হাজির। ধ্যানমগ্ন সন্ন্যাসী হিসেবে তিনি কুম্ভমেলায় এক নতুন অধ্যায় শুরু করেছেন, যা তার ভক্ত ও অনুসারীদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে। উল্লেখ্য, মাদক পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল নায়িকার। তবে সম্প্রতি মুম্বাই হাইকোর্টে রায় দেওয়া হয়েছে। রায়তে নায়িকা বেকসুর খালাস পেয়েছেন।


শেয়ার করুন