১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:৩৯:২৯ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের প্রশান্তি শেডের উদ্বোধন ও দুই গাড়ি হস্তান্তর করেন ডিআইজি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
রাজশাহী জেলা পুলিশের প্রশান্তি শেডের উদ্বোধন ও দুই গাড়ি হস্তান্তর করেন ডিআইজি

রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত প্রশান্তি শেডের শুভ উদ্বোধন ও নতুন দুইটি গাড়ির হস্তান্তর করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।


শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশে কর্মরত সদস্যদের অবকাশকালীন সময়ে বিশ্রামের জন্য নবনির্মিত দৃষ্টিনন্দন প্রশান্তি শেডের আনুষ্ঠিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস এন্ড ক্রাইম ) এটি এম মোজাহিদুল ইসলাম , বিপিএম, পিপিএম ।


নবনির্মিত প্রশান্তি শেডের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।


এছাড়া থানা পুলিশের জরুরী ডিউটি ও সেবা কার্যক্রমে গতিশীলতা করতে পুঠিয়া থানার জন্য ক্রয়কৃত একটি নতুন গাড়ি এবং থানাসমূহ হতে গ্রেফতারকৃত অপরাধীদের বিজ্ঞ আদালতে আনায়নের সুবিধার্থে মোটরযান শাখার জন্য ক্রয়কৃত একটি নতুন গাড়ির চাবি সংশ্লিষ্ট ইনচার্জদের নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি ডিআইজি ।


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সনাতন চক্রবর্তি, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতেখার আলমসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দরা।

শেয়ার করুন