১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৭:৫৮ অপরাহ্ন
চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও শুভ উদ্বোধনী করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। পরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়|

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম । এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র একরামুল হক, সাবেক অধ্যক্ষ বারিন্দ মেডিকেল কলেজ ডাঃ রফিকুল আলম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম সরকার, চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম, বিআরডিবি নকিবুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা, বিজিবি ও সফল মৎস্যচাষীবৃন্দ।

অনুষ্ঠান শেষে পৌর মেয়র একরামুল হকসহ তিনজন সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেস প্রদান করা হয়।

শেয়ার করুন