০৯ এপ্রিল ২০২৫, বুধবার, ০৭:০৮:০৬ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

বিক্ষোভের কর্মসূচি থেকে সরে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবে তারা।


বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।


এর আগে নতুন ছাত্রসংঠনে বৈষম্যে হয়েছে, এমন দাবিতে আজ সকল বেসরকারি বিশ্ববিদ্যালে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলেন তারা।


গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপরেই কর্মসূচির ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


শেয়ার করুন