ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বন্দিদশা থেকে আরও জিম্মিদের মুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনা চলছে।
স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর আরব নিউজের।
ওভাল অফিসে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন আরেকটি চুক্তি নিয়ে কাজ করছি, আশা করি সফল হবে। আমরা সব জিম্মিকে মুক্ত করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
এ সময় ট্রাম্প বলেন, ‘জিম্মিদের মুক্ত করার জন্য জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আরেকটি যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। ’
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জিম্মিরা যন্ত্রণায় ভুগছে এবং আমরা তাদের সবাইকে বের করে আনতে চাই। ’
গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন নেতানিয়াহু।
গত ১৮ মার্চ গাজায় ইসরাইলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির অবসান ঘটে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে ৩৩ ইসরাইলি জিম্মি এবং এর বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ১৮০০ ফিলিস্তিনি মুক্তি পান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অপহৃত ২৫১ জিম্মির মধ্যে ৫৮ জন গাজায় বন্দি রয়েছেন, যার মধ্যে ৩৪ জনই মারা গেছেন বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর।