সারা দেশের মতো নওগাঁর সাপাহার উপজেলায়ও এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা ১ম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ বছরের মাধ্যমিক পর্যায়ের এই পাবলিক পরীক্ষা।
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা ও সাপাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ—এই ৪টি কেন্দ্রে মোট ২,৩০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের সরব উপস্থিতি
পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষার গতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন: আবিদা সিফাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),আব্দুল আজিজ, অফিসার, ইনচার্জ (ওসি), সাপাহার থানা,দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা,শামসুল করীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,আমজাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা
পরীক্ষা শুরুর প্রথম দিনেই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও একইভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা চলবে।