জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর জেলা ডিসি পদে এর আগে পরিবর্তন আনা হয়েছে ছয় জেলায়। আজ আরও একটি জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার।