১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১০:০১:৩০ পূর্বাহ্ন
বিরিয়ানি খেয়ে বিতর্কে বাবর
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৫
বিরিয়ানি খেয়ে বিতর্কে বাবর

বন্ডিং বাড়াতে ডিনারের আয়োজন করেছিল পেশোয়ার জালমি। বাবর আজম থেকে আলী রেজা—উপস্থিত ছিলেন স্কোয়াডের প্রায় সবাই। খেলোয়াড়দের এক টেবিলে বসিয়ে জম্পেশ আড্ডা দেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি। পেট পুরে সবাই খান বিরিয়ানি। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এমন খাওয়া-দাওয়ায় হিতে বিপরীত ঘটেছে। 


তোপের মুখে পড়েছে পেশোয়ার। কথা শুনছেন, খেলোয়াড়দের নিয়ে ট্রলও হচ্ছে। সবার চেয়ে বেশি তোপের মুখে পড়েছেন বাবর আজম। পিএসএলে লড়াইয়ে নামার আগেই অধিনায়কের সমালোচনায় মজেছে দলটির সমর্থকরা। কেউ কেউ দাবি তুলছেন, কিং বাবর যেভাবে বিরিয়ানি খাচ্ছেন, তাতে মাঠে না ঘুমিয়ে পড়েন।


পেশোয়ার জালমি এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বাবরদের সামনে বিশাল এক থালায় সাজানো বিরিয়ানি। পাশেই গ্লাসে ঢালা কোমল পানীয়। ভিডিওতে দেখা যায়, বাবরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন দলের চেয়ারম্যান জাভেদ। পরে দায়িত্ব নিয়ে সবাইকে খাওয়ান বাবর। ওই ভিডিও সামনে আসার পর থেকেই ট্রলের শিকার পেশোয়ার। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ছেলেখেলা করায় হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।



টুইটারে এক সমর্থক খাবারের সেই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘পিএসএলে ম্যাচের আগে এত খাওয়া? কিং তো পিচেই ঘুমিয়ে পড়বেন!’ বাবরকে ব্যঙ্গ করে একজন লিখেছেন, ‘দেখুন এরাই আমাদের প্রিমিয়াম খেলোয়াড়। পাকিস্তান প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে কিন্তু তারা কার্ব হাইডেড দিয়ে প্লেট ভরিয়ে নিচ্ছে। এসব ইস্যুতে পাত্তা নেই পিসিবির, দলের অথবা ওই খেলোয়াড়ের। কেউ ভাবছে না তারা খেলার উপযোগী না। অদ্ভুত সব কাণ্ড।’


পাকিস্তানের ক্রিকেটারদের রানিং বিটউইন দ্য উইকেট, ফিল্ডিংয়ের মান নিয়ে সমালোচনা বহু পুরোনো। বিরিয়ানি খাওয়া নিয়েও হয়েছে বিস্তর হাসিঠাট্টা। তারপরেও তাদের হুঁশ ফেরেনি। আজ বিকাল ৪.৩০ মিনিটে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে বাবরদের পেশোয়ার নামবে। ওই ম্যাচ হেরে গেলে আরেকবার সমালোচনার মুখে পড়তে পারেন বাবর ব্রিগেড।


শেয়ার করুন