১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ০২:৫৮:৫৪ অপরাহ্ন
এক সেঞ্চুরিতে একগাদা রেকর্ড অভিষেকের
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৫
এক সেঞ্চুরিতে একগাদা রেকর্ড অভিষেকের

গেল আইপিএলে খুনে ব্যাটিং দিয়ে নজর কেড়ে নিয়েছিলেন অভিষেক শর্মা। তবে সেঞ্চুরির দেখা মিলছিল না। মিলল গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে। শনিবার রাতে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির করলেন। আর সেই এক ইনিংসই তাকে বানিয়ে দিল আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে বড় ইনিংসের মালিক। এখানেই কি শেষ? তিনি গড়লেন আরও একগাদা রেকর্ডও!


তার সেঞ্চুরির সুবাদেই হায়দরাবাদে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৬ রানের বিশাল লক্ষ্য অনায়াসে ছুঁয়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়ার দিক দিয়ে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। 


এই ম্যাচে অভিষেক শর্মা খেললেন ১৪১ রানের ইনিংস। ছয় আর চারে সাজানো এই ইনিংসেই তৈরি হলো একের পর এক কীর্তি। 


এই ইনিংসে অভিষেক ১০টি ছয় মেরেছেন। সানরাইজার্সের হয়ে এক ইনিংসে এর চেয়ে বেশি ছয় কেউ মারতে পারেননি। ১৪টি চার মেরেছেন তিনি, যা আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। 


১৯ বলে তিনি ফিফটি করেন। এটা সানরাইজার্সের পক্ষে তৃতীয় দ্রুততম। এর আগে তিনি আরও দুবার ২০ বলের নিচে ফিফটি করেছিলেন। পুরো ইনিংসটি খেলতে অভিষেক ৪০ বল নেন। আইপিএলে এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে শুধু ইউসুফ পাঠান আর প্রিয়ানশ আরিয়া তার চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন।


তার সঙ্গে ওপেনিংয়ে নামেন ট্রাভিস হেড। এই দুই ব্যাটার মিলে ১৭১ রানের জুটি গড়েন। এটা সানরাইজার্সের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। 


ম্যাচে দুই দল মিলে পাওয়ারপ্লেতে ১৭২ রান করে। আইপিএলে এটি দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে মিলিত স্কোর।


শুধু ব্যাটাররাই রেকর্ড গড়েছেন হায়দরাবাদের, বিষয়টা এমন নয়। অভিষেকের সতীর্থ মোহাম্মদ শামি গত রাতে বল করতে নেমে চার ওভারে ৭৫ রান খরচ করেছেন। আইপিএলে এটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল স্পেল। এর চেয়ে বেশি রান দিয়েছিলেন শুধু জোফ্রা আর্চার, এই বছরই। সে ম্যাচেও জড়িয়ে আছে হায়দরাবাদের নাম। সে রেকর্ডটা হয়েছিল সানরাইজার্সের বিপক্ষে।


শেয়ার করুন