২৩ জুলাই ২০২৫, বুধবার, ০৪:০৪:৩৯ পূর্বাহ্ন
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৫
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর আবরারের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে তারা শিক্ষা উপদেষ্টার পদ্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করেন। পরে তারা সেখান থেকে সরে এসে শুধুমাত্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘শিক্ষা উপদেষ্টার দুই গালে জুতা মারো তালে তালে’ এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ-এমন নানা স্লোগান দিচ্ছিলেন।


  

প্রথমে শিক্ষার্থীরা ১২ দফা যে দাবিগুলো তুলে ধরেছিলেন, সেগুলো হলো- শিক্ষা উপদেষ্টা, সব বোর্ডের চেয়াম্যান, শিক্ষা সচিবসহ যারা পরীক্ষার সঙ্গে জড়িত তাদেরকে পদত্যাগ করে, সেই জায়গায় স্টুডেন্টবান্ধব কাউকে নিয়োগ দিতে হবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে মাইলস্টোন স্কুলে হওয়া হতাহতের ঘটনার সঠিক বিবরণ দিতে হবে। কতজন স্টুডেন্ট এর লাশ পাওয়া গেছে তার সঠিক হিসেব দিতে হবে প্রমাণসহ।


মাইলস্টোন স্কুলের ঘটনার সঙ্গে যারা জড়িত এবং যারা দায়ী, তাদের সবার নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে, আজকের (গতকাল) পরীক্ষা কেন রাত ৩টার সময় স্থগিত করা হলো, তার জবাব দিতে হবে, এমসিকিউ ও এসকিউ একসঙ্গে পাস দিতে হবে, গ্রেস মার্কের নিয়ম আগের মতো রাখতে হবে, যে সব শিক্ষকরা খাতা দেখায় অনিয়ম করেছে এবং টিকটকারদেরকে দিয়ে খাতা দেখিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পরীক্ষার রেজাল্টের ১ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে-যেন সবাই একসঙ্গে কলেজে ভর্তি হতে পারে এবং এডমিশনে পরীক্ষা দিতে পারে, রেজাল্টের সময় অথবা পুনঃমূল্যায়ন এর সময় সবার খাতা অনলাইনে দেখার ব্যবস্থা করতে হবে, যাতে করে ফেইল করা শিক্ষার্থীরা তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারেন এবং তারা সত্যিই ফেল করেছে কি না, সেটা বুঝতে পারে, অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে হবে, পরীক্ষার আগে অবশ্যই বিশেষজ্ঞ টিম দিয়ে প্রশ্ন যাছাই করে নির্ভুল প্রশ্নে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা বা রেজাল্ট নিয়ে নতুন কোনো নিয়ম চালু করলে, সেটা ওই ব্যাচের ক্লাস শুরুর আগেই জানাতে হবে, পরীক্ষার সময় বা রেজাল্টের সময় জোর করে নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না।

 

আন্দোলকারীদেও মধ্যে রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবু রহিম বলেন, ‘রাত ৩টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায়। আমরা কোন দেশে বসবাস করি। পরীক্ষা নিয়ে নানা টালবাহানা করা হয় শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা মারা গেলেও শিক্ষা উপদেষ্টার কোনো খোঁজ থাকে না।


আমরা এসব থেকে মুক্তি চাই। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই।’

তিনি আরো বলেন, ‘আমাদের শুরুতে ১২ দফা দাবি থাকলেও এখন একটাই দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন আরো বেগবান হবে।’


শেয়ার করুন