২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৭:০১:০৮ পূর্বাহ্ন
সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিচালিত একাধিক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।


গ্রেফতারকৃতরা হলেন— তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন দুর্লভ (৪২), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)।


ওসি শাহিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর, ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের বাজার এলাকায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে, বিএনপির নেতা শাহিন খান ৭ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে  আদালতে পাঠানো হবে।


প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সাটুরিয়া থানার পক্ষ থেকে একসঙ্গে এতজন দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।


শেয়ার করুন