২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৯:৫০:৪৪ অপরাহ্ন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৫
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।


বৃষ্টির শঙ্কা থাকলেও আপাতত সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল। দুই দলের ক্রিকেটাররা শেষ মুহূর্তে নিজেদের তৈরি করছেন। তবে সিলেটের বৃষ্টি, কখন নেমে যায় তা বোঝা মুশকিল।


দুই ম্যাচের সিরিজে আপাতত এই ম্যাচ ঘিরেই পরিকল্পনা করেছেন শান্তরা। গতকাল ম্যাচের পরিকল্পনা নিয়ে তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ের ২০ উইকেট শিকার করতে চান তারা। তবে এই পরিকল্পনা সফল করার জন্য বোর্ডে পর্যাপ্ত রান রাখতে হবে। শান্ত সেটি জানেন। সেজন্য রান তোলার ওপরেও বিশেষ নজর রয়েছে তাদের।


বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ১ বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। সাথে অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে সাদমান ইসলামের সাথে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে।


স্কোয়াড


বাংলাদেশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।


জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, নিক ওয়েলক, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাদেভেরে, নিয়াশা মায়াভো(উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টোর নোয়াচি।


শেয়ার করুন