সাউথ এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ টিটি দল। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ও ১৫ বিভাগের বালক ও বালিকা গ্রুপে পদকের জন্য লড়বেন লাল-সবুজের ক্রীড়াবিদরা।
অনূর্ধ্ব-১৯ বিভাগে বালক গ্রুপে পদকের প্রত্যাশা করছেন কোচ খোন্দকার মোস্তফা বিল্লাহ। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আগে রামহিম ও হৃদয়ের মতো সেরা খেলোয়াড়রা ছিল। এবার বয়স বেশি হওয়ার কারণে তারা নেই। তারপরও আমরা পদক জয়ের প্রত্যাশা করছি।’
২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুনর্গঠন করে। ১০ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সেই প্রতিযোগিতা থেকেই বাছাইকৃতরা যাচ্ছে নেপালে।
বাংলাদেশের হারে শুরু
নেপাল নারী কাবাডি দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের মেয়েদের জন্য ইতিহাসই বটে। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি শ্রাবনী মল্লিকদের। ইতিহাস গড়ার দিনে হার মেনে ম্যাট ছেড়েছে বাংলাদেশের নারী কাবাডি দল।
রোববার ললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো জিমনেশিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে তিনটি লোনাসহ ৪১-১৮ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।
প্রথমার্ধে একটি লোনাসহ ১৮-৬ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিল নেপাল। আজ একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
২০১৯ নেপাল এসএ গেমস এবং ২০২৩ হাংজু এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে বাংলাদেশের এই হারের জন্য দেড় ঘণ্টার বিমান ভ্রমণের ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেন কোচ শাহনাজ পারভিন মালেকা!