এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস। আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। বাছাইপর্ব হবে এ বছর ২-১০ আগস্ট।
এইচ-গ্রুপে ৬ আগস্ট স্বাগতিক লাওস, ৮ আগস্ট তিমুরলেস্তে এবং ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বেন বাংলাদেশের মেয়েরা। এশিয়ার ৩৩ দেশ আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে পাঁচটি ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এই পর্বের আয়োজক থাইল্যান্ড চূড়ান্তপর্বে সরাসরি খেলবে। ২০২৪ সালের বাছাইপর্ব হয়েছিল তার আগের বছর। সেবারও বাংলাদেশ ছিল এইচ-গ্রুপে। প্রতিপক্ষ ছিল ইরান ও তুর্কমেনিস্তান।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন আফঈদা-আকলিমারা।
তবে পরের ম্যাচে ৮৫ মিনিটে গোল খেয়ে ইরানের কাছে হেরে চূড়ান্তপর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।