২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৬:০৬:৫৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৫
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় সোমবার (২১ এপ্রিল) রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি অংশ নেবেন ‘আর্থনা সামিট-২০২৫’-এ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।


দোহায় অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সফরে তার সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


এই সফরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।


দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটের প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুর প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা হবে।


২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনায় অংশগ্রহণ, কর্মশালা ও গোলটেবিল বৈঠক। প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণই হবে এ সম্মেলনের মূল লক্ষ্য।


শেয়ার করুন