২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০১:৪৫:২৩ পূর্বাহ্ন
প্রাইম এশিয়ার পারভেজ হত্যায় ৩ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাস বন্ধ
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৫
প্রাইম এশিয়ার পারভেজ হত্যায় ৩ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাস বন্ধ

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাসে তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।


সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রায়হানা বেগম।


তিনি জানান, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া, ঘটনায় জড়িত দুই নারী শিক্ষার্থী স্কলার্স ইউনিভার্সিটির ছাত্রী বলে জানা গেছে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের ভিসিকে চিঠি দিয়েছে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ।


উপাচার্য জানান, “আমরা পারভেজের পরিবারের পাশে আছি। যেসব শিক্ষার্থী ঘটনায় জড়িত, তাদের আমরা সাময়িক বহিষ্কার করেছি। ক্যাম্পাসে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।”


এদিকে, পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, রোববার রাতে মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। সিসিটিভি ফুটেজে তাঁদের উপস্থিতি দেখা গেছে।


রোববার ভোরে পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় হত্যা মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।


উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ঘিরে পারভেজের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় একদল যুবক তাকে ছুরিকাঘাত করে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন